পর্তুগালের জালে নেদারল্যান্ডসের ৩ গোল

মার্চ ২৭, ২০১৮

ঢাকা জার্নাল:  তিন দিন আগে মিশরের বিপক্ষে দলকে নাটকীয় জয় এনে দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদো এবার আর পারলেন না। পারেনি তার দলও। শেষ দিকে এক জন কম নিয়ে খেলা পর্তুগালকে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। রোনাল্ড কুমানের অধীনে ডাচদের এটা প্রথম জয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে জয় পাওয়া পর্তুগাল। একাদশ মিনিটে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান লিওঁর মিডফিল্ডার মেমফিস ডিপাই। ৩২তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড রায়ান বাবেল।

 

আর প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক হাফভলিতে ব্যবধান আরও বাড়ালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।
৬১তম মিনিটে ইন্টার মিলানের ডিফেন্ডার জোয়াও কানসেলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় পর্তুগালের।

৬৮তম মিনিটে রোনালদোকে তুলে প্লেমেকার জোয়াও মৌতিনিয়োকে নামান কোচ। বাকি সময়ে ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ফের্নান্দো সান্তোসের দল।
ঢাকা জার্নাল,মার্চ ২৭, ২০১৮।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.