শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ২৯ অক্টোবর

অক্টোবর ১৭, ২০১৭

ঢাকা জার্নাল: ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার শুনানি শেষ হয়েছে। আগামী ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী এজলাসে।

সোমবার (১৬ অক্টোবর) দু’পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির রায়ের দিন ঘোষণা করেন।

এ মামলার আসামিরা হলেন- গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হোমায়েন কবির, মো. শাজাহান বালু, লে. কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির।

মামলার বিবরণী মতে, ১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ফ্রিডম পার্টির নেতৃত্বে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করা হয়।ঘটনার সময় তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন।

রায়ের দিন ধার্য হওয়ার পর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৮ বছর পর মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। দুটি মামলা একই বিচারকের আদালতে বিচারাধীন আছে।

ঢাকা জার্নাল,  অক্টোবর ১৬, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.