ঈদে বাসের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে

আগস্ট ১২, ২০১৭

ঢাকা জার্নাল:ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৮ আগস্ট। শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ সমিতির সভাপতি ফারুক তালুকদার  বলেন, ‘আগামী ১৮ আগস্ট সকাল ৬টা থেকে এবারের ঈদের অগ্রিম টিকেট বিক্রি হবে। এজন্য রাখা হবে না কোনও বাড়তি দাম।’
আগামী ২ সেপ্টেম্বর ঈদ হবে বলে ধরে নিচ্ছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এ কারণে ৩০ আগস্টের টিকিটের চাহিদা বেশি থাকবে বলে মনে করছে সমিতি। তবে এবার কেবল তিন দিনের ছুটি থাকায় এবং বর্ষা মৌসুমের কারণে যাত্রীর ভিড় কম হতে পারে বলে ধারণা তাদের।
এদিকে ঈদে এসি বাসের সংখ্যা কম হলেও এর চাহিদা বেশি থাকে বলে জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। রাস্তার ধুলোবালি ও দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা মূলত এসি বাসের অগ্রিম টিকেটের প্রতিই আগ্রহী থাকেন। এ সুযোগে গত ঈদেও দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে এসি বাসের টিকিট।
তবে টিকেট অগ্রিম ছাড়া হলেও গত ঈদে ভিড় না থাকার কারণ জানতে চাইলে কাউন্টারের বিক্রেতারা  বলেন, ‘এসি টিকেট দেওয়া হয় সম্পর্কের ভিত্তিতে। এছাড়া অনেকেই অনলাইনে কেনার কাজটা সেরে ফেলেন। অবশ্য ঈদের সময় বাসের সংখ্যা বাড়ানো হয়। জ্যাম না থাকলে কোনোকিছুতে সমস্যা হওয়ার কোনও সুযোগ নেই।’
কালোবাজারি জসিম ও সেলিম  বলেছেন, ‘ফোরলেন রাস্তার কাজ চলার কারণে সৃষ্ট জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় যাত্রীদের। এ কারণে এখন বাসের টিকিটের বিক্রি কমে গেছে। তাই আগে ১০০-২০০ টাকা বেশি নিলেও এখন সব পুষিয়ে নিতে দ্বিগুণ দামেই টিকিট বিক্রি করতে হয়।’

ঢাকা জার্নাল, আগষ্ট ১২, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.