সাংবাদিক আহমেদ রাজু একদিনের রিমান্ডে

মে ২, ২০১৭

ঢাকা জার্নাল : তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ মে) ঢাকা মহানগর হাকিম একেএম মইন উদ্দিন সিদ্দিকী এই আসামির জামিনের আবেদন নাকচ করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রমনা থানার ওসি (তদন্ত) মো. আরিফ হোসেন আদালতে আহমেদ রাজুকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামির আইনজীবী মনিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে আহমেদ রাজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রবিবার (৩০ এপ্রিল) নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে গ্রেফতার করে পুলিশ। ওয়ালটনের কর্মকর্তা টিএম আব্দুল্লাহ আল ফুয়াদ রমনা থানায় আহমেদ রাজুসহ তিনজনকে অভিযুক্ত করে মামলাটি করেন।

ওয়ালটনের মামলায় সাংবাদিক আহমেদ রাজু গ্রেফতার

ঢাকা জার্নাল, মে ০২, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.