ভাঙতেই হচ্ছে বিজিএমইএ ভবন

মার্চ ৫, ২০১৭

ঢাকা জার্নাল : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) অবৈধ ভবন ভাঙার আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রবিবার (৫ মার্চ) আবেদনটি খারিজ করে দেন।

আদালতে বিজিএমইএ কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ আবেদন দায়ের করে বিজিএমইএ। আবেদনে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়।
গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙতেই হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে।
ঢাকা জার্নাল, মার্চ ৫, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.