নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন

ফেব্রুয়ারি ২৩, ২০১৭

ঢাকা জার্নাল: যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রঙ্কসে ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নামে এক বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস শহরে এ ঘটনা ঘটে। লগান এভিনিউয়ে বাসার সামনেই জাকিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিউইয়র্কে যে বাড়িতে জাকির থাকতেন, সেই বাড়ির মালিক তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতে জাকিরকে জ্যাকবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের মালিককে গ্রেপ্তার করেছে জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

জাকির সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামের মৃত এজাবত খানের ছেলে। তার ১৩ বছরের এক মেয়ে এবং ১০ ও সাত বছরের দুই ছেলে রয়েছে।

জাকিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, তিনি পারচেস্টার রিয়েল এস্টেট, নিউইয়র্কের মালিক ছিলেন।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৩, ২০১৭।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.