প্রাথমিকে পাস ৯৮.৫১%, ইবতেদায়িতে ৯৫.৮৫

ডিসেম্বর ২৯, ২০১৬

ঢাকা জার্নাল: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকে পাশের হার ৯৮ দশমিক ৫১ এবং ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন।

মন্ত্রী বলেন, ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি ছিল। তবে গড়ে পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে।

ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৮ শতাংশ।

ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৬০ জন ছাত্র (৫০.৭১ শতাংশ)। ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৫৮ জন (৪৯.২৯ শতাংশ)।

মন্ত্রী বলেন, ‘ধারাবাহিকভাবে শিক্ষার্থীরা ফল ভালো করছে। তবে আমরা দেখেছি গড় পাসে এবারো মেয়েরা এগিয়ে আছে।’

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রীর মতোই সফলতা দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘পরীক্ষায় এখন আর কোনো রকম অসদুপায় অবলম্বন করা যায় না। প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকার সফল।’

এর আগে বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী এবারের সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল পেতে

DPE/EBT স্পেস দিয়ে প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ২৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.