সংলাপের জন্য বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি

ডিসেম্বর ১২, ২০১৬

ঢাকা জার্নাল: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে ১৮ ডিসেম্বর থেকে আলোচনা শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওই দিন বিএনপির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা করবেন তিনি।

সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবনার কপি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর দিয়েছিল বিএনপির একটি প্রতিনিধিদল। প্রস্তাবনায় ইসি গঠন নিয়ে সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়। ওই দিনই বিএনপির পক্ষে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়।

বিএনপির সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি পর্যায়ক্রমে ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন।

আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে কাজী রকিবউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ।

এ পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে নতুন নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার প্রক্রিয়া নিয়ে বিএনপির প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ১২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.