মাহবুবুল হক শাকিল মারা গেছেন

ডিসেম্বর ৬, ২০১৬

mambubঢাকা জার্নাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ এ অবস্থিত জাপানি রেঁস্তোরা সামদাদো থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ‘শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গুলশান-২ নম্বরের ৩৫ নম্বর রোডের ২৭ নম্বর বাড়িতে ‘সামদাদো জাপানিজ কুইজিন নামের রেস্তোরাঁ। এর একটি কক্ষে তিনি ছিলেন। মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মরদেহ দেখতে পান। এরপরই পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

পরে তার মৃতদেহ ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় রেস্তোরাঁর ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করা হবে।’

খবর পেয়ে গুলশানের রেস্তোরাঁয় ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতারা। তারা সাংবাদিকদের বলেন, রাতে তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আইনজীবী, ময়মনসিংহ জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মা পেশায় শিক্ষক। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ০৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.