প্রশাসনের তিনস্তরে ৫৩৬ কর্মকর্তার পদোন্নতি

নভেম্বর ২৭, ২০১৬

govt-logoঢাকা জার্নাল: প্রশাসনের তিনটি স্তরে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ৫৩৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

 প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদে ১৪৫, যুগ্ম সচিব পদে ১৮৬ এবং উপসচিব পদে ২০৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

প্রশাসনে সর্বশেষ ১৩ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৮৪ জনকে পদোন্নতি দেওয়া হয়। যুগ্মসচিব পদে গত বছর ১০ সেপ্টেম্বর ৭২ জনকে পদোন্নতি হয়েছে। আর উপসচিব পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয়েছে গত বছর মার্চ মাসে। তাই পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কথা বিবেচনা করা হয়েছে এবার।

এর আগে বড় ধরণের আরও একটি পদোন্নতি দেওয়া হয়।  গত বছরের ৬ এপ্রিল তিন স্তরে ৮৭২ জনের পদোন্নতি দেওয়া হয়েছিল। এতে অতিরিক্ত সচিব পদে ২৩১, যুগ্ম সচিব পদে ২৯৯ এবং উপসচিব পদে ৩৪২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতির তালিকা দেখতে নিচে ক্লিক করুন-

অতিরিক্ত সচিব

যুগ্মসচিব

উপসচিব

প্রশাসনের ৫ শতাধিক কর্মকর্তার পদোন্নতি রোববার

ঢাকা জার্নাল, নভেম্বর ২৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.