যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প

নভেম্বর ৯, ২০১৬

trumpঢাকা জার্নাল: এত জল্পনা-কল্পনা, এত জরিপ, এত হিসাব-নিকাশ সব কিছু পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নারী কেলেঙ্কারি, বিতর্কিত কর্মকাণ্ড-মন্তব্য, বদমেজাজী, ব্যবসায়ী, রাজনৈতিক জ্ঞানের অভাবসহ কোনো অভিযোগই তাকে আটকে রাখতে পারল না। ‘প্রমিথিউস আনবাউন্ড’ এর মতো ট্রাম্প ‘আনবাউন্ড’ হয়ে ছিনিয়ে নিলেন বিজয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে যা হলো তাকে এককথায় বলা যেতে পারে ‘ট্রাম্প-কোয়েক’ বা ‘ট্রাম্পকম্প’।

সত্যিই তো ‘কাঁপিয়ে দিলেন’ ট্রাম্প। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে জয়ের জন্য ২৭০টি ভোটের প্রয়োজন ছিল ট্রাম্পের। ডেইলি মেইলের তথ্যমতে, ট্রাম্প ইতিমধ্যে পেয়েছেন ২৭৬টি ইলেক্টোরাল ভোট। এরকমটি হওয়ার কথা ছিল হিলারি ক্লিনটনের ক্ষেত্রে। অথচ তিনি পেলেন মাত্র ২১৮টি ইলেক্টোরাল ভোট। নির্বাচনের আগের দিনও কেউ কল্পনা করেননি ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন। অথচ হলেন তাই।

নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের চেয়ে ৩ থেকে ৪ শতাংশ এগিয়ে ছিলেন হিলারি।

জরিপ অনুযায়ী, ফ্লোরিডা, টেক্সাস, নর্থ ক্যারোলিনায় জয় পাবার কথা ছিল হিলারি ক্লিনটনের। অথচ তাকে হটিয়ে সেখানে স্পষ্ট ব্যবধানে জয় পেলেন ট্রাম্প। জর্জিয়া, ওহাইও, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, অ্যারিজোনা, উইসকনসিল এমনকি পেনসিলভানিয়ায়ও পাত্তা পেলেন না হিলারি।

শুধুই কি এ কয়টি রাজ্যে। পুরো যুক্তরাষ্ট্রের কোথায় নয়! ৫০টি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির মধ্যে ৩০টিতে জয় পেয়েছেন ট্রাম্প। আর মাত্র ২১টিতে জয় পেয়েছেন হিলারি। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ইলিনয় বাদে বলার মতো তেমন কোনো রাজ্যই জয় করতে পারেননি হিলারি।

নির্বাচনে ট্রাম্প জয় পেয়েছেন- উটাহ (ইলেক্টোরাল ভোট-৬), ইডাহো (৪), মন্টনা (৩), ওয়াইওমিং (৩), টেক্সাস (৩৮), ওকলাহোমা (৭), কানসাস (৬), নেব্রাস্কা (৫), সাউথ ডাকোটা (৩), নর্থ ডাকোটা (৩), লুইজিয়ানা (৮), আরকানসাস (৬), মিসৌরি (১০), লোয়া (৬), মিসিসিপি (৬), আলাবামা (৯), ফ্লোরিডা (২৯), জর্জিয়া (১৬), সাউথ ক্যারোলিনা (৯), নর্থ ক্যারোলিনা (১৫), টেনেসি (১১), কেনটাকি (৮), ইন্ডিয়ানা (১১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওহাইও (১৮), পেনসিলভানিয়া (২০), মিশিগান (১৬), উইসকনসিল (১০), অ্যারিজোনা (১১) ও আলাস্কা (৩) রাজ্যে।

অপরদিকে, হিলারি জয় পেয়েছেন ক্যালিফোর্নিয়া (৫৫), নেভাডা (৬), অরেগান (৭), ওয়াশিংটন (১২), নিউ মেক্সিকো (৫), ওয়াশিংটন ডিসি (৩) কলোরাডো (৯), ইলিনয় (২০), মিনেসোটা (১০), ভার্জিনিয়া (১৩), ম্যারিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) নিউ জার্সি (১৪), নিউ ইয়র্ক (২৯), কানেক্টিকাট (৭), ম্যাসাচুসেটস (১১), ভারমন্ট (৩), নিউ হ্যাম্পশায়ার (৪), মেইন (৪), রোড আইল্যান্ড (৪) ও হাওয়াই (৪) রাজ্যে।

ঢাকা জার্নাল, নভেম্বর ০৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.