এফবিআই’র তথ্যেই শফিক রেহমানকে গ্রেফতার

এপ্রিল ২০, ২০১৬

Kader-SM20160420130158ঢাকা জার্নাল: আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় আওয়ামী লীগের ভবিষ্যত নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলেন অভিযুক্তরা। এফবিআই’র তদন্তে এ বিষয়গুলো উঠে এসেছে।

মন্ত্রী বলেন, প্রকাশ্য রাজনীতিতে আন্দোলনে সফল না হয়েই হয়তো অন্ধকার পথ বেছে নিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা।

শফিক রেহমানকে আটকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতেই নিয়ম মেনে তাকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই’র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া প্রমাণাদিই প্রমাণ করে তিনি (শফিক রেহমান) ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ য‍ারা শফিক রেহমানের গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না।

ঢাকা জার্নাল, এপ্রিল ২০, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.