২০২১ সালের মধ্যে দেশ মধ্যআয়ের হবে : অর্থমন্ত্রী

এপ্রিল ১৬, ২০১৬

Muhitঢাকা জার্নাল: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পরিণত হবে। ২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্রের হার নেমে আসবে ১০ ভাগের নিচে।

অর্থমন্ত্রী শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাধীনতা পদক পাওয়ায় নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকেলে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ হয়।

অর্থমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা পদক পাওয়া অনেক বড় অর্জন। এজন্য আমি গর্ববোধ করি।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে, স্বচ্ছলতার সঙ্গে বেঁচে আছে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছেন। তবে এখন তার বোধোদয় হয়েছে। তিনি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি থেকে সরে এসেছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক দূত ড. একে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও  সংসদ সদস্য ইমরান আহমদ।

ঢাকা জার্নাল, এপ্রিল ১৬, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.