‘বছরের সেরা মেধাবি’ ১২ শিক্ষার্থীর নাম ঘোষণা

এপ্রিল ১, ২০১৬

govt-logo20130813074049ঢাকা জার্নাল : দেশ ব্যাপী আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ‘বছরের সেরা মেধাবি’ ১২ শিক্ষার্থীর নাম গতকাল  ( বৃহস্পতিবার) বিকালে ঘোষণা করা হয়েছে ।

‘বছরের সেরা মেধাবি’ এ ১২ শিক্ষার্থীর হচ্ছে-‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে   ময়মনসিংহ জিলা স্কুলের নাহিয়ান ইসলাম ইনান,রাজউক উওরা মডেল কলেজের সিরাতল মোস্তাকিম শ্রাবণী এবং  লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের মৌমিতা রহমান ঈপসিতা; ‘দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান’ বিষয়ে  দিনাজপুরের আমেনা-বাকী  রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মোঃ মখলেসুর রহমান ইমন,জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাব্দী রায় এবং বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের মাহিয়া আহমেদ;‘গণিত ও কম্পিউটার’  বিষয়ে  রংপুর জিলা স্কুলের শ্বাশত সাহা রায় , কুমিল্লা জিলা স্কুলের শৌর্য দাশ  এবং ঢাকার নটরডেম কলেজের শেখ আজিজুল হাকিম :‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে বি-বাড়ীয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোতাকাব্বির বিন মোতাহার,কুমিল্লা জিলা স্কুলের নাজমুস সাকিব এবং বিয়ানী বাজার সরকারি কলেজের ঐশ্বর্য সাহা উর্মি ।
ঢাকা  রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল  দিনব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ‘বছরের সেরা মেধাবি’ এ ১২  শিক্ষার্থীর নাম ঘোষণা করেন ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা সচিব মো: সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন ।

গতমাসে দেশব্যাপী অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬  প্রতিযোগিতায় ২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

নিজ নিজ  শিক্ষাপ্রতিষ্ঠান ,উপজেলা , জেলা  ও বিভাগ পর্যায়ের  প্রতিযোগিতা শেষে গতকাল জাতীয় পর্যায়ের  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা জার্নাল, এপ্রিল ০২, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.