জাতীয় সংসদে আলো-আঁধারের খেলায় বঙ্গবন্ধু

মার্চ ২৫, ২০১৬

Bangabandhuঢাকা জার্নাল: ২৫ মার্চ কালো রাত্রি স্মরণে জাতীয় সংসদ ভবন ঘীরে শুক্রবার সন্ধ্যায় প্রদর্শণ করা হবে আলো- আঁধারের খেলা। সেই খেলায় সংসদের দেয়ালে ভেসে উঠবে জাতির জনকের প্রতিকৃতি, ভেসে উঠবে আরও অনেকের মুখ, দেশের জন্য যারা দিয়ে গেছে প্রাণ তাদের, আর আরও অনেক বরেণ্য ব্যক্তিত্বের। আলোর প্রক্ষেপণে থ্রি-ডি ভিডিও ম্যাপিংয়ে ভেসে উঠবে দেশের পতাকা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আরও কত কিছু।

‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ এই স্লোগানে বাংলাদেশকেই তুলে ধরা হবে ‘শোকেস বাংলাদেশ’ শিরোনামে।

সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে এই আয়োজন।  জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে নামবে মানুষের ঢল। দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও থাকবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন , আব্দুল হাদীর মত প্রায় অর্ধশতাধিক সংগীত শিল্পী। তাদের গানে গানে মুখরিত হবে সংসদভবন চত্ত্বর। স্বাধীনতা অর্জন আর তার জন্য লাখোপ্রাণের বিসর্জনকে সাধারণ মানুষের কাছে ঐতিহ্যমণ্ডিত করতে এই আয়োজন সহায়ক হবে।

আগামীকাল ২৬ মার্চ (শনিবার) সন্ধ্যায়ও একই কর্মসূচি থাকবে সংসদভবনকে ঘীরে।

দেশে এই প্রথম অভিনব এই আয়োজনটি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

ঢাকা জার্নাল, মার্চ ২৫, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.