রাশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চ ২১, ২০১৬

russiaঢাকা জার্নাল:  রাশিয়ার পূর্বাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় ২২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৫০ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির ৩০৯ কিলোমিটার উত্তর-পূর্ব- উত্তরে ভূপৃষ্ঠের ১৯২ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তি।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় আবহাওয়া দফতর থেকে এক টুইট বার্তায় কোনো সুনামির সতর্কতা নেই বলে জানানো হয়েছে।

ঢাকা জার্নাল, মার্চ ২১, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.