টাইগারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং আগে

মার্চ ১৬, ২০১৬

Pakistan-v-Bangladesh.ঢাকা জার্নাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদি। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ষষ্ঠ বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল।

এর আগে বিশ্বকাপের এবারের মিশনটা দুর্দান্ত করেছে টাইগাররা। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি বাধায় আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। শেষ ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ’এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

আজ ইডেনে আন্তর্জাতিক কোনো ম্যাচে ২৬ বছর পর খেলতে নামছে বাংলাদেশ। অন্যদিকে পশ্চিম বঙ্গের এ মাঠটিতে বরাবরই ভালো খেলে এসেছে পাকিস্তান। তবে এসব নিয়ে এখন মাথা ঘামাচ্ছেন না টাইগার দলপতি মাশরাফি। বরং পাকিস্তানের বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামছে লাল-সবুজের দল এমনটিই জানিয়েছেন দেশের সফল এ অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে অবশ্য বাংলাদেশের সর্বশেষ সাক্ষাতগুলো ছিলো দুর্দান্ত। ওয়াকার ইউনুস শিষ্যদের বিপক্ষে এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিতে হারলেও শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস টাইগারদের পক্ষে থাকবে বলে সমর্থকদের আশা।

বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

পাকিস্তান স্কোয়াড:
শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, ইমাদ ওয়াসিম, খালিদ লতিফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সামি, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল, ওয়াহাব রিয়াজ।

ঢাকা জার্নাল, মার্চ ১৬ ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.