২০৩০ সালের মধ্যে দেশ এইডস মুক্ত হবে

মার্চ ১৪, ২০১৬

aidsঢাকা জার্নাল: ২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূলের মাধ্যমে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক।

প্রশান্ত এশিয়া মহাসাগরীয় ৫৬ দেশের এইডসবিরোধী জোট আইক্যাপের ১২তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ঢাকা ঘোষণায় এ কথা বলেন তিনি।

সোমবার (১৪ মার্চ) বিকালে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নম্বর হলে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পৃথিবীর ৭০ শতাংশ জনসংখ্যার এই জোটের দেশগুলো মরণব্যাধি এইডসের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।

তিনি উপস্থিত সবাইকে আক্রান্ত রোগীর প্রতি সহমর্মী হয়ে এইডস প্রতিরোধে সক্রিয় হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ এইডস ঝুঁকিতে নেই। তবে যেহেতু আমাদের সীমান্ত আছে এবং প্রায় এক কোটির ওপরে প্রবাসী দেশে অবাধে আসা যাওয়া করে তাই সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে।

তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

ঢাকা জার্নাল,মার্চ১৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.