স্কুলবাস অনুদানে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ১৩, ২০১৬

PIdঢাকা জার্নাল: রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য স্কুলবাস দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে আল্ট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দু’টি স্কুলে সাতটি স্কুলবাসের চাবি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, সমাজের বিত্তবানরা যদি স্কুলে বাস উপহার দেন তাহলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার যেমন সুবিধা হবে, তেমনি রাজধানীর প্রাইভেটকারের ওপর চাপ কমে যাবে; কমে যাবে যানজটও।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসনানুল করিম পরে সাংবাদিকদের জানান, হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিনগুলো দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে। আর বাসগুলো দিয়েছে নিটল-নিলয় গ্রুপ।

অনুষ্ঠানে আল্ট্রাসনোগ্রাম মেশিন গ্রহণ করেন হাসপাতালের সিও জয়তুন বিনতে সোলায়মান। স্কুল বাসের চাবিগুলো গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা।

ঢাকা জার্নাল, ১৩ মার্চ, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.