পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩

মার্চ ৭, ২০১৬

Pakistan_ঢাকা জার্নাল: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের চারসাদ্দা জেলার একটি ‍আদালতের ফটকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩জনে, আর আহত হয়েছেন আরও ২৪জন।

সোমবার (৭ মার্চ) চারসাদ্দার শাবকাদার এলাকার ওই আদালতের ফটকে পুলিশের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

জেলা পুলিশ কর্মকর্তা সোহেল খালিদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, আদালতের ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ওই আত্মঘাতীকে আটক করে। এসময় সে তার ব্যাগে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালান। এতে ১৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ২৩জন। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

সংবাদ মাধ্যম বলছে, বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে আশপাশের বেশ কিছু গাড়ি ও পুলিশের অস্থায়ী ক্যাম্প পুড়ে যায়।

হতাহতদের শাবকাদার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মঘাতী ছাড়া সাতজনের মরদেহ নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে দায় স্বীকার করে মুমতাজ খাদরির ফাঁসির প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে পাকিস্তানি তালেবান।

এতে বলা হয়,পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যায় দোষী সাব্যস্ত মুমতাজ কাদরির ফাঁসির প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ঢাকা জার্নাল, ৭ মার্চ ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.