অজ্ঞাত মৃতদেহ নিয়ে বিপাকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ

মার্চ ৪, ২০১৬

Savarঢাকা জার্নাল : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।  ওই বৃদ্ধের কোন পরিচয় না পাওয়ায় মৃতদেহ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (০৪ মার্চ)  সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকেই ওই বৃদ্ধের মৃতদেহটি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বেডে পড়ে আছে।

অজ্ঞাত ওই বৃদ্ধর পরনে একটি লুঙ্গি ও গায়ে একটি গেঞ্জি রয়েছে ।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মশিউর নামে এক ব্যক্তিসহ কয়েকজন লোক ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এসময় তাকে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হলে শুক্রবার সকালে তিনি মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লোকটির বড় ধরনের আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এছাড়া বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে অবহিত করা হলেও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিলম্ব করছে বলেও অভিযোগ করেন তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহটি উদ্ধার ময়না তদন্তের মাধ্যমে কি কারনে ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

ঢাকা জার্নাল, মার্চ ০৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.