১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ২৮, ২০১৬

hacinaঢাকা জার্নাল: শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরো ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে সরকারি অর্থায়নে ৪টি এবং বেসরকারি অর্থায়নে ৬টি।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এই ১০টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে কাজ করেছে। সরকারি অর্থায়নে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, মৌলভীবাজারের শ্রীহট্ট ও বাগেরহাটের মংলা এবং কক্সবাজারের সাবরাং পর্যটন অঞ্চল। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ছয়টি হলো-নরসিংদীর পলাশে ‘এ কে খান অর্থনৈতিক অঞ্চল’, মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল’, নারায়ণগঞ্জের ‘মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল’ ও ‘মেঘনা অর্থনৈতিক অঞ্চল’, গাজীপুরে ‘বে অর্থনৈতিক অঞ্চল’ এবং নারায়ণগঞ্জে ‘আমান অর্থনৈতিক অঞ্চল’।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে আমরা ১০০ অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তুলব। সরকারের একক উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অথবা অন্য দেশের সঙ্গে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে এগুলো গড়ে তুলব।’

তিনি বলেন, ‘শিল্প বিপ্লব ঘটাতে চাইলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। আর ক্রয় ক্ষমতা বাড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের ভেতরেই বিশাল বাজার তৈরি হবে। সে ক্ষেত্রে রফতানি আয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিনিয়োগবান্ধব সরকার। এ সরকার চায় দেশের উন্নয়ন। আমরা স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’

দেশের বিশাল সমুদ্রসীমার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সমুদ্রসীমা আমাদের নানা সুযোগ তৈরি করে দিয়েছে। অর্থনৈতিক উন্নয়নে একে কাজে লাগাতে হবে। এ ছাড়া গভীর সমুদ্র বন্দর করার জন্য উদ্যোক্তা খোঁজা হচ্ছে।

ঢাকা জার্নাল, ২৮ ফেব্রুয়ারি ২০১৬।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.