দুই ভাইয়ের পর বাবার মৃত্যু

ফেব্রুয়ারি ২৭, ২০১৬

Burn_Unitঢাকা জার্নাল: রাজধানীর উত্তরায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে।

মৃতরা হলেন- দুই ছেলে শালীন বিন নেওয়াজ (১৫) ও জায়ান বিন নেওয়াজ (১৪ মাস) এবং বাবা শাহনেওয়াজ (৫০)।

শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়া শাহনেওয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এসডিইউ থেকে আইসিইউতে নেওয়ার পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের চিকিৎসক ডা. প্রফেসর সাজ্জাত খন্দকার  শাহনেওয়াজের ম‍ৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের (রোড নম্বর-০৩) ৮ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটের রান্না ঘরে গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের কর্তা ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের কর্মী মো. শাহনেওয়াজ, তার স্ত্রী সুমাইয়া বেগম, তাদের দেড় বছর বয়সী ছেলেসহ ৫ জন দগ্ধ হন।

ঢাকা জার্নাল, ২৭ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.