নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ২৩

ফেব্রুয়ারি ২৪, ২০১৬

napalঢাকাজার্নাল: নেপালে নিখোঁজ হওয়া তারা এয়ারলাইন্সের ছোট আকৃতির প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনেটিতে থাকা আরোহীদের সবাই নিহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে টুইন অটার ডিএইচসি-৬ ৪০০ সিরিজের প্লেনটি রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে। এতে দু’জন ক্রু ও ২১ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে নেপাল পুলিশ।

উড্ডয়নের কিছু পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির। প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর মিয়াগদি জেলার সোলি গোপতেভির এলাকায় এর ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা।

নেপালের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আনন্দ পোখরেল জানিয়েছেন, সোলি গোপতেভিরের কেকারকো বুত্তা এলাকায় একটি জঙ্গলে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

এর আগে কাঠমাণ্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে প্লেনটি। ১৮ মিনিটের মধ্যে এর গন্তব্যে পৌঁছানর কথা ছিল।

এদিকে, বুধবার সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তারা এয়ারলাইন্সের কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ার।

ঢাকা জার্নাল, ২৪ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.