বৃক্ষ ও চা আইন অনুমোদন

ফেব্রুয়ারি ২২, ২০১৬

PID_ঢাকাজার্নাল: পুরনো ও ঐতিহ্যবাহী গাছ সংরক্ষণের একটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরিবেশ সংরক্ষণের স্বার্থে ‘বৃক্ষ সংরক্ষণ আইন-২০১৬’র নীতিগত অনুমোদন দেওয়া হয়। ‍

এছাড়া ‘চা আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একটি অধ্যাদেশের বাংলায় অনুবাদ করে আইনে চা নিলাম, বীজ রফতানি, নিবন্ধিত কারখানা ছাড়া চা প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে কিছু দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা।

চা বোর্ড কীভাবে চলবে- তার গাইড করার জন্যই এ আইন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা জার্নাল,২২ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.