মেয়াদ বাড়লো ৩ ডেপুটি গর্ভনরের

ফেব্রুয়ারি ৮, ২০১৬

3 DGঢাকা জার্নাল: বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গর্ভনরের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।

তারা হলেন- আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সিতাংশু কুমার সুর চৌধুরী ও নাজনীন সুলতানা।

রোববার (০৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেপুটি গর্ভনর সিতাংশ কুমার সুর চৌধুরীর (এস কে সুর চৌধুরী) চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নাজনীন সুলতানার মেয়াদ ২০১৬ সালের ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আর আবু হেনা মোহাম্মদ রাজী হাসানের চুক্তির মেয়াদ আগামী ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের  মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলানিউজকে জানান, তিন ডেপুটি গর্ভনরের বয়স ৬২ বছর হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।

তিন বছরের জন্য নিয়োগ পাওয়া তিনজনের নিয়োগের মেয়াদ শেষ হয়েছিল চলতি বছরের ২২ জানুয়ারি।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০৭, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.