শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ

ফেব্রুয়ারি ২, ২০১৬

airport_goldঢাকা জার্নাল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে দোহা থেকে চট্টগ্রাম ভায়া ঢাকা আসা ফ্লাইটের ওই প্লেন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইটটি দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালিয়ে প্লেনের একটি আসনের নীচে স্কচ টেপ দিয়ে আটকানো ৬০ পিস সোনার বার পাওয়া যায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসি শহীদুজ্জামান সরকার।

তিনি বলেন, ছয় কেজি ওজনের এসব স্বর্ণের বর্তমান বাজার দাম প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ০২, ২০১৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.