সৌদি আরবে মসজিদে বোমা-গুলি : নিহত ৫

জানুয়ারি ২৯, ২০১৬

Soudiঢাকা জার্নাল: সৌদি আরবে একটি মসজিদে বোমা হামলা ও গুলিতে নিহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহশা প্রদেশে শিয়াপ্রধান এলাকার মসজিদে শুক্রবার এই হামলা হয়।

আল-আহশা প্রদেশের মহাসেন শহরের ইমাম রেজা মসজিদে এই হামলায় আহত হয়েছে ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে প্রথমে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে সেখানে বোমা বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীদের বারাত দিয়ে প্রেসি টিভি আরো জানিয়েছে, মসজিদের আঙিনায় বোমা বিস্ফোরণ হয়। পরে বন্দুকধারীকে ধরে ফেলে স্থানীয় যুবকরা। তাদের গণপিটুনি দেওয়া হয় তবে হামলাকারী বেঁচে আছে।

হামলায় আহতদের আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, সরকারি অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়, যে কারণে ব্যক্তিগত গাড়ি জোগাড় করে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বন্দুকধারী হামলাকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তা ছাড়া কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া সম্প্রদায়ের লোকদের বসবাস বেশি। এই অঞ্চলে প্রায় পাঁচ বছর আগে থেকে সৌদি রাজতন্ত্রের নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে শিয়ারা। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের কারণে ওই অঞ্চলে শিয়া বিক্ষোভ আরো জোরদার হয়েছে।
এর আগে সৌদি আরবের কয়েকটি শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। কয়েকটি হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। তথ্যসূত্র : প্রেস টিভি অনলাইন।

ঢাকা জার্নাল, জানুয়ারি ২৯, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.