বার্সেলোনা থেকেই অবসর নিতে চান মেসি

জানুয়ারি ১২, ২০১৬

01বার্সেলোনার সাথে তার সম্পর্কটা ১৫ বছরের। আর ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত স্প্যানিশ এই ক্লাবটিতেই থাকতে চান লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল যাদুকর বলেছেন, তার জীবনের একমাত্র ক্লাব বার্সেলোনাই। এই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে তার নেই।

মাত্র ১৩ বছর বয়স থেকে বার্সেলোনাতে আছেন মেসি। ফুটবলে যতো অর্জন তার সবটাই এই ক্লাবে। সোমবার রেকর্ড পঞ্চমবারের মতো মেসি জিতেছেন ফিফার বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। ২৮ বছরের এই বিশ্ব তারকা ২০১৫ সালে জিতেছেন ৫টি শিরোপা। প্রত্যেকটি ক্লাব বার্সেলোনার সাথে। এর মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও। গত বছর অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গিয়েছিলেন। সেখানে চিলির কাছে পেনাল্টি শুট আউটে হারতে হয়েছিল।

২০১৩ সালে মেসি একবার বলেছিলেন, ছেলেবেলার ক্লাব আর্জেন্টিনার নিউওয়েল ওল্ড বয়েজে অবসর নেয়ার আগে ফিরতে চান। কিন্তু তার ভাবনায় পরিবর্তন এসেছে অবশ্যই। কারণ মেসি বলেছেন, “এক হাজার একবার বলেছি, এখনো তাই বলছি। আমার ভাবনা নিজের ঘরে শেষ করার। আর বার্সেলোনা আমার ঘর। আশা করি এমনটাই হবে।” বার্সেলোনাতে মেসির এখনকার চুক্তি ২০১৮ পর্যন্ত। তখন তার বয়স হবে ৩১।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.