সারা দেশ কাঁপিয়ে দিল প্রচণ্ড ভূমিকম্প

জানুয়ারি ৪, ২০১৬

11শীতের শান্ত ভোর। কারও ঘুম ভেঙেছে, কেউবা তখনো ঘুমিয়ে। হঠাৎ তীব্র ঝাঁকুনি। যাঁরা জেগে ছিলেন, তাঁদের ঠাওরাতে সময় লাগে না—কী ঘটেছে। ঘুমিয়ে থাকা অনেকেই ঝাঁকুনিতে জেগে ওঠেন ধড়মড়িয়ে। তারপর ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই আতঙ্কের নাম ভূমিকম্প।
আজ সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা সাত মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এই ভূমিকম্প আঘাত হনে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮। এ সময় আতঙ্কে অনেকে হুড়মুড়িয়ে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভারতের স্থানীয় সময় ভোর চারটা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ইম্ফল থেকে ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। সারা দেশে আহত হয়েছে অন্তত ৫০ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.