‘সংযোগ’ চলচ্চিত্রে সৈয়দ শামসুল হক

ডিসেম্বর ২৯, ২০১৫

12ঢাকা: বাংলাদেশের প্রথম গণ-অর্থায়নের ছবি ‘সংযোগ’। আবু সাইয়ীদের পরিচালনায় ছবিতে একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করতে চলেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তবে তার চরিত্রটি অতিথি শিল্পী বলে নিশ্চিত করেছেন পরিচালক।

আগামী ৩০ ডিসেম্বর থেকে রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম গণ-অর্থায়নের ছবি ‘সংযোগ’ এর চিত্রগ্রহণের কাজ। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কয়েকজন সংবাদ উপস্থাপক।

শুটিং প্রসঙ্গে নির্মাতা আবু সাইয়ীদ বাংলামেইলকে বলেন, ‘প্রথম লটের শুটিংয়ের শুরুতেই একটি টক শো’র চিত্রধারণ করা হবে। সেখানে সৈয়দ শামসুল হককে একজন অধ্যাপক ও আমন্ত্রিত অতিথির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় কয়েকজন সংবাদ উপস্থাপক।’ উল্লেখ্য, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে ২০১১ সালে নির্মাণ করা হয় ‘গেরিলা’ চলচ্চিত্রটি। যা মোট দশটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.