‘দিলওয়ালে’ নিয়ে ভারতে উন্মাদনা তুঙ্গে

ডিসেম্বর ১৮, ২০১৫

39মুম্বাই: সকাল থেকেই উন্মাদনা তুঙ্গে৷ ছোট হল কিংবা মাল্টিপ্লেক্স-হাউলফুসের নোটিস পড়ে গিয়েছিল আগেই৷ অনলাইন টিকিট বুকিং সাইটগুলোতে শো বুক হচ্ছে হু হু  করে৷ সকলের একটাই ডেস্টিনেশন-‘দিলওয়ালে’৷ বেশ কয়েক বছর পর শাহরুখ-কাজল জুটিকে বড় পরদায় পেয়ে মিস করতে চাননি ভারতের সিনেপ্রেমীরা৷ এবং  শো শুরু হওয়ার পর থেকেই টের পাওয়া গেল, এত উন্মাদনাকে বিনোদনে ভরিয়ে দিয়েছেন কিং খান৷ বিজেপির বাধা কোনো কাজেই আসেনি।

কেমন হয়েছে দিলওয়ালে? প্রথমত এন্টারটেইনিং, দ্বিতীয়ত এন্টারটেইনিং ও শেষ পর্যন্ত এন্টারটেইনিং৷ নাহ হঠাৎ করে জাঁকিয়ে বসা শীতকে পাত্তা না দিয়ে সকাল সকাল যারা হলে গিয়েছিলেন, তারা কেউই বোধহয় রোহিত শেট্টির থেকে সত্যজিৎসুলভ সিনেমা আশা করে যাননি৷ পরিচালক তা করার বিন্দুমাত্র চেষ্টাও করেননি৷ তিনি তার দর্শককে চেনেন৷ তার দর্শক তার সিনেমাভাষার সঙ্গে সহজেই নিজেদের কানেক্ট করতে পারে৷ এটাই রোহিতের ইউএসপি৷ তাতে ভরসা রেখেছিলেন বাদশা৷ এবং প্রথম শো থেকে দর্শকের তুমুল উৎসাহ জানান দিচ্ছে, বাদশা অপাত্রে ভরসা রাখেননি৷
এ ছবিতেও রোহিত এন্টারটেইনমেন্টের ফর্মূলার বাইরে বেরনোর ইচ্ছেও করেননি৷ শাহরুখ-কাজল জুটির নস্ট্যালজিয়া, তাদের অনস্ক্রিন ম্যাজিক, কাহিনিতে ফ্যামিলি ড্রামা, হিন্দি সিনেমা সুলভ সংলাপ, ফাটাফাটি অ্যাকশন, চমৎকার গান, দৃষ্টিনন্দন লোকেশন-মোটিমুটি এই উকরণেই রোহিত তার বিরিয়ানি রেঁধেছেন৷ হলে তুমুল সিটি, হাততালি এবং বক্স অফিসে উপচে পড়া ভিড় বলে দিচ্ছে, বিরিয়ানি মন্দ তো হয়নি, বরং অতি সুস্বাদু হয়েছে৷

তা ছবির গল্পটা  কীরকম? বীর (বরুণ ধাওয়ান) একদিন ঈশিতাকে ( কীর্তি স্যানন) লিফট দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের মনও দিয়ে বসে৷ এবার মন দেওয়া নেওয়া সারা করে বিয়ে করার পালা৷ বীরের দাদা কালি ওরফে রাজের (শাহরুখ) আবার প্রেমে অ্যালার্জি৷ কেননা তার অতীত সুখের নয়৷ মীরার (কাজল) সঙ্গে তার প্রেমটি শেষমেশ তিক্ততায় পৌঁছেছিল৷ ঘটনাক্রমে জানা যায়, ঈশিতা আসলে মীরাই বোন৷ বীর, ঈশিতা শপথ নেয় রাজ ও মীরাকে মিলিয়ে দেবে৷ এবং হিন্দি সিনেমার দর্শক মাত্রই জানেন, যত প্রতিকূলতাই আসুক তা ঠিক সম্ভব হবে৷ কীভাবে হবে, সেটুকুই আটকে তাকা বড় পরদায়৷

গল্প তেমন নতুন নয়, বরং ‘হাম’ ছবির সঙ্গে অনেকে মিল খুঁজে পেতে পারেন৷ তা গল্প নতুন হওয়ার দরকারই বা কী! প্রেমের কাহিনির গতিপথ চিরকলাই কম-বেশি একই রকম৷ কথা হলো, পরিচালক কীভাবে গল্পটিকে উপস্থাপিত করেছেন৷ সাব প্লটেরা মাঝে মধ্যে একটু জ্বালালেও, একটু বোর করলেও, গল্পের উপস্থাপনায় যে পরিমাণ বিনোদন ঠাসা আছে, তাতে হাতের পপকর্ণের থেকেও সিনেমা ক্রিস্পি লাগবে সন্দেহ নেই৷

শীত শীত এই দিনকালে নস্ট্যালজিয়ার আঁচে হাত সেঁকে রোমন্সের ওমে ডুবতে চাইলে ‘দিলওয়ালে’র বিকল্প নেই৷  বিনোদনের কোনো ধরাবাঁধা সংজ্ঞা নেই, তবে কে কীভাবে বিনোদন খুঁজে পাবেন তা অবিশ্যি নিজস্ব ব্যাপার৷ ‘দিলওয়ালে’র বিনোদনে সন্তুষ্ট এরকম কয়েকটা টুইটে বরং চোখ রাখা যাক-

#Dilwale is a BLOCKBUSTER! No doubt about that!! Box office rage coming!! Huge congratulations to SRK Kajol Varun Kriti and Rohit Shetty!!! Karan Johar

Loved #Dilwale – the chemistry between Kajol and Shahrukh – UNBELIEVABLE!- Divya Dutta

#Dilwale delivers King-sized entertainment. Treat for SRK-Kajol fans. Taran Adarsh
– সংবাদমাধ্যম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.