লস এঞ্জেলসের ৯০০ স্কুল বন্ধ ঘোষণা

ডিসেম্বর ১৫, ২০১৫

15মঙ্গলবার সকালে সন্ত্রাসী হুমকি পাওয়ার পরে ‘সম্ভাব্য হামলা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের সব স্কুল অফিসিয়ালভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর লস এঞ্জেলস টাইমসের। কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসীরা লস এঞ্জেলসের স্কুলগুলোতে সন্ত্রাসীরা হামলার ছক কষছে, এমন তথ্য হাতে পাওয়ার পরে লস এঞ্জেলসের ৯০০ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনুমান করা হচ্ছে এইসব স্কুলে ৭ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। লস এঞ্জেলসের সুপারিন্টেন্ডেন্ট র‌্যামন কর্টিন্স বলেন, আমার ধারণা এই সতর্কতার জন্য সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সিদ্ধান্ত। কেন না বলা যাচ্ছে না সামনে কী ঘটতে যাচ্ছে। তিনি বলেন, পূর্ব অভিজ্ঞতা থেকেই সতর্কতার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও মাত্র দুই সপ্তাহের ব্যবধানে অস্ত্রধারীরা ১৪ জনকে গুলি করে হত্যা করেছে। এছাড়াও ৯/১১ এর ভয়াবহতার কথাও উল্লেখ করেন তিনি।   কর্টিন্স আরও বলেন, এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া সন্ত্রাসীরা কোনো হামলার সুযোগ পাবে না। ইতোমধ্যে লস এঞ্জেলসের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে। জানা গেছে, আবাসিক স্কুলগুলো থেকে ইতোমধ্যে অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে যাওয়া শুরু করেছেন। সকল শিক্ষার্থীরাই লস এঞ্জেলসের নিজস্ব স্কুল এলাকা ত্যাগ করতে শুরু করেছে। লস এঞ্জেলসের স্কুল পুলিশ প্রধান বলেন, পুলিশ এবং এফবিআইয়ের সদস্যরা ঘটনা তদন্তে মাঠে নেমে গেছে। হুমকি পাওয়ার পরে সব ঘটনা বিশ্লেষণ করেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিচয় পত্র দেখিয়ে নিজেদের সন্তানদের স্কুল থেকে নিয়ে যাওয়ার অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.