সড়কে প্রাণ গেল আরো ৭ জনের

ডিসেম্বর ১৫, ২০১৫

14নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাপাসিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেল ও তাহেরপুরগামী লোকাল বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো চারজন মারা যান।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়উইল গ্রামের সিদ্দিকুর রহমান (৬৫), চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চরশিয়া গ্রামের আজাফ্ফর আলী (৬৫), তার স্ত্রী বেলী আরা খাতুন, ন্যাশনাল পরিবহনের চালক শহিদুল ও লোকাল বাসের চালক নাটোর সদর উপজেলার টোকিয়া গ্রামের মিন্টু মিয়া।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫-৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.