বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন গাড়ি

ডিসেম্বর ১২, ২০১৫

07বেইজিংয়ে প্রধান কার্যালয়ের সামনে চালকবিহীন গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু। প্রতিষ্ঠানটি জানায়, এটি ছিল একটি বিএমডব্লিউ ৩ সিরিজের গাড়ি। একজন মানুষসহ গাড়িটি সফলভাবে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। বেইজিংয়ে প্রধান কার্যালয়ের সামনে চালকবিহীন গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু। প্রতিষ্ঠানটি জানায়, এটি ছিল একটি বিএমডব্লিউ ৩ সিরিজের গাড়ি। একজন মানুষসহ গাড়িটি সফলভাবে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। গাড়িটি ইউ-টার্ন, লেন পরিবর্তন এবং ম্যাপ থেকে ট্রাফিক চিহ্নিতকরণসহ সবধরনের রণকৌশল আয়ত্ত করেছে। চালকবিহীন গাড়িটির পথ চেনার জন্য থ্রিডি রোড ম্যাপের লাইব্রেরী তৈরি করেছে বাইদু। বাইদুর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়ি নির্মাণ ইউনিটের জেনারেল ম্যানেজার ওয়াং লিং বলেন, ব্যস্ত রাস্তার জন্য চালকবিহীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ব্যপারটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং। তাও আবার বেইজিংয়ের রাস্তার তীব্র জটিলতার মধ্যে সাথে আছে গাড়িচালকদের অনিশ্চিত আচরণ। প্রতিষ্ঠানটি জানায়, বাইদুর হাইলি অটোমেটেড ড্রাইভিং (এইচএডি) ম্যাপ কয়েক সেন্টিমিটারের সঠিকতায় থ্রিডি প্রযুক্তিতে রাস্তার তথ্য ধারণ করে। গাড়িটি অন্যান্য যানবাহন, রাস্তার লেন এবং রাস্তায় থাকা বিভিন্ন বস্তু সনাক্ত করতে সক্ষম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.