‘আমিই বলেছি ফরহাদ ভাইয়ের কথা’

ডিসেম্বর ১০, ২০১৫

08সবকিছু ঠিকই ছিলো। কিন্তু শেষ ওভারে ফরহাদ রেজার বলে পরপর দুই ছয় দিয়ে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ জিতে নিলো সিলেট সুপার স্টার্সের অধিনায়ক শহীদ আফ্রিদি। শেষ ওভারে, ফরহাদ রেজাকে বোলিং দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, দলের আইকন ক্রিকেটার নাসির হোসেন দায়টা নিলেন নিজের উপরে।   শেষ ওভারে ফরহাদ রেজাকে বোলিং দেওয়ার পরিকল্পনাটা নাকি নাসিরেরই ছিলো। সংবাদ সম্মেলনে তা নিজেই জানালেন নাসির, ‘কুমার সাঙ্গাকারা আমাকে জিজ্ঞেস করছিল ইয়াসির শাহ বল করবে না ফরহাদ করবে। আমি বলেছি ফরহাদ ভাইয়ের কথা।’ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ইয়াশির শাহকে না করানোর কারণ সোহেল তানভীর ছিল, আফ্রিদি ছিল। আফ্রিদি স্পিন ভালো খেলে। অনেক কিছুই সম্ভব হতো। আমার মনে হয় না ফরহাদ ভাই শেষ ওভারে খারাপ বল করেছে। ওরা ভালো মেরেছে।’ শেষ ওভারের প্রথম তিন বল দেখলে বলতেই হয় খারাপ বল করেনি ফরহাদ রেজা। উল্টো ওরাই ভালো খেলেছে। প্রথম ও তৃতীয় বলে দিয়েছেন একরান। দ্বিতীয় বলে সোহেল তানভীরকে করেছেন বোল্ড। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে ছয় হয়েছে। সুযোগ থাকলে হয়তো পুষিয়ে নিতেও পারতেন। কিন্তু ততক্ষণে ছয় উইকেটে ম্যচ জিতে নিয়েছে সিলেট সুপার স্টার্স।   এদিকে, সিলেটের এই জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে শুরু হয়েছে পরিবর্তন। পাঁচ নম্বরে থাকা সিলেট এখনো আগের অবস্থানেই রয়েছে। তবে, বৃহস্পতিবার বরিশাল বুলসের বিপক্ষে ঢাকার হারলে শেষ চারে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থান হতে পারে সিলেটের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.