ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় নীরবকে!

ডিসেম্বর ৮, ২০১৫

2ঢাকা: শিশু নীরবকে ধাক্কা দিয়ে স্যুয়ারেজ লাইনের ভেতরে ফেলে দেয়া হয়ে বলে অভিযোগ করেছেন তার চাচা সোহারাব আলী।

সোহরার আলীর ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে নীরব অন্য দুই শিশুর সঙ্গে বড়ইতলা জাগরণী মাঠের পশ্চিম দিকের পালপাড়া রোডে ওই সুয়ারেজ লাইনের সামনে দাঁড়িয়ে নতুন স্থাপিত একটি নাগরদোলা দেখছিল। নীরবের সঙ্গে আরো যে দুই শিশু ছিল তাদের একজন হৃদয়।

এই হৃদয়ই সোহরাব আলীকে এ কথা জানিয়েছেন। তবে যে শিশু নীরবকে ধাক্কা দিয়েছে বলে হৃদয় দাবি করছে তার নাম সে জানাতে পারেনি।

একই রকম অভিযোগ নীরবের মা নাজমারও।

নীরবদের গ্রামের বাড়ি মাদারিপুরের কালকিনিতে। তার বাবা রেজাউল গাউসিয়ার ভুলতায় আরএফএল ফ্যাক্টরিতে কাজ করেন বলে জানা গেছে। রেজাউল-নাজমা দম্পতির একমাত্র ছেলে নীরব।

আসছে জানুয়ারিতেই নীরবের স্কুলে ভর্তি হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্যুয়ারেজ লাইনের ভেতর পড়ে যায় নীরব। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও তাকে উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতা চালিয়ে ফায়ার সার্ভিস।

আজ থেকে প্রায় এক বছর আগে অর্থাৎ গত ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পরিত্যক্ত পানির পাম্পের ৩শ ফুট গভীর পাইপে পড়ে যায় ৪ বছরের শিশু জিহাদ। ২৩ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শিশু জিহাদকে মৃত অবস্থায় ওয়াসার গভীর নলকূপের পাইপ থেকে বের করে আনে স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.