স্কুলছাত্রকে হত্যাচেষ্টা, দুই ছাত্রলীগ নেতা আটক

ডিসেম্বর ৮, ২০১৫

20ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের বাইপাস এলাকায় রাজু হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। রাজু স্থানীয় বলাইবাড়ী ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আহত অবস্থায় রাতেই তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনায় দুলাল ফরাজী ও মেহেদী হাসান নামের ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তাদের মধ্যে দুলাল ফরাজী স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক এবং মেহেদী হাসান যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি মিলাদ মাহফিলে বসার স্থান নিয়ে রাজু হোসেন ও তার এক বন্ধুকে মারধর করেন ছাত্রলীগ নেতা দুলাল ফরাজী ও মেহেদী হাসান। এ সময় রাজুকে একটি গলির ভেতর নিয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন ওই দুজন। পরে রাজু ও তার বন্ধুর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এ সময় ছাত্রলীগ নেতাদের ধরে পুলিশে দেন তারা।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌফিক-ই-এলাহী জানান, আমরা গতকাল সোমবার যে ইনজুরির (আহত) পেসেন্টটা (রোগী) রিসিভ করি, তার গলার যে ইনজুরিটা সেটা আমরা অফ করে দিসি। সে এখন আশঙ্কামুক্ত। খাইতে-দাইতে কোনো সমস্যা হচ্ছে না।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.