‘গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে বিএনপি’

ডিসেম্বর ৮, ২০১৫

17পৌর নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও গণতন্ত্রের স্বার্থে এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশা করি না। তারপরও আমরা নির্বাচনে অংশ নিয়েছি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে।’  দেশে এখন কোনো স্বাধীনতা নেই এমন মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এখন কোথাও সভা-সমাবেশ করতে পারি না। জেলা পর্যায়ে আমাদের কার্যালয়গুলোতে পর্যন্ত সভা করতে দেয়া হয় না। এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে প্রায় আড়াই হাজার নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। জেলে রয়েছেন আরো অনেক নেতাকর্মী। সে সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অনন্ত পক্ষে বিজয় দিবসটা যেন সকলের জন্য বাধাহীন হয়। স্বাধীনভাবে সকলে যেন দিবসটি উদযাপন করতে পারে। মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচির পাশাপাশি, পৌর নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নির্ধারণে এ সভায় যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.