সাকিবের অধিনায়কত্ব উপভোগ করছেন সানী

ডিসেম্বর ৮, ২০১৫

12ক্রীড়া প্রতিবেদক : বয়সের বিবেচনায় সাকিব আল হাসানের থেকে এগিয়ে আরাফাত সানী। কিন্তু অভিজ্ঞতা আর তারকা খ্যাতিতে ঢের পিছিয়ে সানী! দুজনই বাঁহাতি স্পিনার। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান। একজন অলরাউন্ডার, আরেকজন স্পিনার। দুজনই একসঙ্গে খেলছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে।

বিপিএলে ২৪ ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলিং তালিকায় ১৬ উইকেট নিয়ে সাকিব আছেন প্রথমে। দুইয়ে থাকা সানীর উইকেট ১৪। দুই বাঁহাতি স্পিনারের অসাধারণ ও অভাবনীয় পারফরম্যান্সে রংপুর রাইডার্স উজ্জীবিত। সোমবার দ্বিতীয় দল হিসেবে বিপিএলের শীর্ষ চারে ওঠা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

বলাবাহুল্য, সাকিব আল হাসান দলকে বেশ ভালোই নেতৃত্ব দিচ্ছেন। দেশি-বিদেশি ক্রিকেটারদের এ মহোৎসবে নিজ দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা সাকিব। সতীর্থ হিসেবে সাকিবের সঙ্গ ও অধিনায়কত্ব উপভোগ করার কথা জানিয়েছেন আরাফাত সানী।

সোমবার নিজের আগে আরাফাত সানীর হাতে বল তুলে দেন সাকিব। সানী মানও রাখেন। এক রান খরচ করে তুলে নেন এক উইকেট। দিন শেষে তার বোলিং ফিগার ৪-০-১৪-৪।

ম্যাচ শেষে সানীর কাছে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। সানী উত্তর দেন, ‘সাকিবের সঙ্গে এবার নিয়ে দ্বিতীয়বার এক দলে খেলছি। এর আগে এক বছর তার অধিনায়কত্বে ঘরোয়া লিগ (ভিক্টোরিয়া) খেলেছি। বেশ আক্রমণাত্মক অধিনায়ক। যতটা পারি চেষ্টা করি কথা শোনার; পরিকল্পনা মতো বোলিং করার। ঠিকমতো বাস্তবায়ন করতে পারলে এটা আমার জন্য ভালো।’

জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সাকিবের অধিনায়কত্বের তুলনা করতে চান না সানী। দুজনকেই আক্রমণাত্মক ও ভালো অধিনায়ক বলেছেন সানী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.