মন খুলে কথা বলতে পারলে সমস্যা চিহ্নিত করা যায় : মিজানুর রহমান

ডিসেম্বর ৭, ২০১৫

44স্বাধীনতার সুযোগ করে দিতে না পারি তবে আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যাবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মানুষকে যদি আমরা স্বাধীনতার সুযোগ করে দিতে না পারি তবে আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যাবে। আজ সোমবার বিকেলে রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘কনসালটেশন অন সেকেন্ড সাইকেল ইউপিআর রিকমেন্ডেশনস: স্ট্যাটাস অব ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এই কথা বলেন। মিজানুর রহমান বলেন, মানুষের মনে অনেক ব্যথা, বেদনা, ক্ষোভ, বঞ্চনার কথা রয়েছে। কোনো কিছু লুকিয়ে রাখা ঠিক নয়। মন খুলে কথা বলতে পারলে সমস্যা চিহ্নিত করা যায়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার মধ্যে দিয়ে অনেক কঠিন সমস্যারও উত্তরণ ঘটানো যায়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের অনেক অর্জন আছে। আমরা বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছি। বিধবাদের, বয়স্কদের, প্রতিবন্ধীদের, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। ইউরোপের দেশগুলো যেমন করে শরণার্থীদের সামনে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, আমরা রোহিঙ্গাদের সামনে তেমন করে দরজা বন্ধ করিনি। তিনি বলেন, এসব অনেক অর্জন ম্লান হয়ে যায় যখন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েও তা বন্ধ করতে পারি না। এ ছাড়া নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও অনেক সমস্যা রয়েছে। দুই বছর আগে এ ক্ষেত্রে আমরা যতটা অগ্রগতি অর্জনের কথা ভেবেছিলাম তা অর্জন করতে পারিনি। মানবাধিকারের ক্ষেত্রে আমরা যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারি সে ব্যাপারে ইউপিআর সুপারিশগুলো বাস্তবায়ন করা জরুরি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.