পৌর নির্বাচন সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা হবে : মওদুদ

ডিসেম্বর ৭, ২০১৫

38পৌর নির্বাচন সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে বিএনপির ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতা সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মওদুদ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনকে আমরা  ছেড়ে দিয়েছি। আমরা জানি তারা কী ধরণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। এই নির্বাচন কমিশন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। তিনি বলেন, পৌর নির্বাচনে দেশের মানুষের মনে যে আশা-আকাংখা সেটা তারা ধানের শীষে ভোট দিয়ে প্রতিফলিত করবে। এই সুযোগ যদি  ভোটাররা পায়, তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, তা সফল হবে বলে আমি মনে করি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক প্রয়াত আতাউর রহমান খানের   ছেলে জিয়াউর রহমান খান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সাংবাদিক আমানউল্লাহ কবীর, আতাউর রহমান খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ জলিল, অ্যাডভোকেট মনির  হোসেন, সৈয়দ জহির প্রমূখ বক্তব্য রাখেন। মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে তালেবান উত্থান, সন্ত্রাসী এবং আইএস-এর উত্থান আমরা  দেখতে চাই না। অবিলম্বে সরকারের উচিৎ হবে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ করা, আহবান করা- আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিহত করি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.