স্তাফিজের একটি বলও বুঝতে পারেননি অমি!

ডিসেম্বর ৭, ২০১৫

25ক্রীড়া প্রতিবেদক : এমন না যে জহুরুল ইসলাম অমি ব্যাটিংয়ে ছিলেন। ছিলেন নন স্ট্রাইকে। ব্যাটিংয়ে ড্যারেন সামি। কিন্তু মুস্তাফিজুর রহমানের করা একটি ওভারের একটি বলও নন স্ট্রাইকে থেকে বুঝতে পারেননি অমি।

রোববার ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ শেষে ম্যাচ সেরা পুরস্কার পাওয়া জহুরুল ইসলাম অমি সেই কথাই জানালেন। ঢাকা ডায়নামাইটসের দেওয়া ১৩৬ রানের টার্গেটে রংপুর রাইডার্স জয় পায় ছয় উইকেটে। ৩৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অমি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমানের বল না খেলতে পারায় স্বস্তি প্রকাশ করে অমি বলেন,‘আল্লাহর কাছে শুকরিয়া ওর (মুস্তাফিজুর রহমান) বল আমার খেলতে হয়নি। ভয় পাচ্ছিলাম যে- ওর ওভার কখন শেষ হবে। ওপাশে দেখছিলাম স্যামি এক রানও নিতে পারছিলেন না। আমি বারবার বোলিংয়ের সময় ওর হাত দেখার চেষ্টা করছিলাম। নন স্ট্রাইকে থেকেও আমি ওর বল বুঝতে পারিনি। ব্যাটিংয়ে থাকলে কী হতো তা বলতে পারছি না। কাছাকাছি ছিলাম বলে বোঝার চেষ্টা করেছিলাম। ছয়টি বলই দেখেছি। কিন্তু একটিও বুঝিনি। ব্যাটসম্যানকে (স্যামি) জিজ্ঞেস করেছি- স্লোয়ার ছিল না স্বাভাবিক ছিল।’

স্বল্প পুঁজি সংগ্রহ করেও ঢাকা ডায়নামাইটসের হয়ে বল হাতে একাই লড়াই করেন মুস্তাফিজ। তিন ওভারে পাঁচ রান দিয়ে মূল্যবান সাকিব আল হাসানের উইকেট সংগ্রহ করেন তিনি। এক ওভার মেডেনও নেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া এ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রংপুর  রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি। এক প্রশ্নের জবাবে বলেন, ‘ও আসলেও ব্যতিক্রমী এক বোলার। ওর বল আমি ঘরোয়া লিগে খেলেছি। তখন ওর বল আমার কঠিন মনে হয়নি। এখন মুস্তাফিজ ব্যতিক্রমী ও অসাধারণ এক বোলার। বাংলাদেশের বিশাল এক সম্পদ সে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.