বিপিএলে সেরা ইকোনমি রেটের রেকর্ড গড়লেন আফ্রিদি

ডিসেম্বর ৬, ২০১৫

17বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বল হাতে এক ম্যাচে সেরা ইকোনমি রেটের রেকর্ড গড়লেন সিলেট সুপার স্টার্সের পাকিস্তানের খেলোয়াড় শহিদ আফ্রিদি। টুর্নামেন্টের তৃতীয় আসরে আজ বরিশাল বুলসের বিপক্ষে সিলেটের হয়ে ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৫ রানে ২ উইকেট শিকার করেন আফ্রিদি। ফলে তার ইকোনমি রেট দাড়ায় ১.২৫। যা বিপিএলের সেরা ইকোনমি রেট। এর আগের সেরা ইকোনমি রেটটি ছিলো চট্টগ্রাম কিংসের নিউজিল্যান্ড অলরাউন্ডার জ্যাকব ওরামের। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভার বল করে মেডেন ছাড়া ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ওরাম। তাতে তার ইকোনমি রেট দাড়ায় ১.৭৫। বিপিএলে শীর্ষ পাঁচ বোলারের সেরা ইকোনমি রেট : বোলার                                       ওভার মেডেন রান   উইকেট  ইকোনমি রেট     বিপক্ষ দল ভেন্যু তারিখ শহিদ আফ্রিদি (সিলেট সুপার স্টার্স)   ৪        ১        ৫      ২         ১.২৫            বরিশাল বুলস ঢাকা ৬ ডিসেম্বর ২০১৫ জ্যাকব ওরাম (চট্টগ্রাম কিংস)          ৪        ০       ৭       ২         ১.৭৫     ঢাকা গ্ল্যাডিয়েটর্স চট্টগ্রাম ২ ফেব্রুয়ারী ২০১৩ মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী )      ৩        ২        ৬       ৫        ১.৮০     ঢাকা গ্ল্যাডিয়েটর্স ঢাকা ২৭ ফেব্রুয়ারি ২০১২ রবি বোপারা (সিলেট সুপার স্টার্স)     ৪        ০         ৮      ১        ২.০০     রংপুর রাইডার্স ঢাকা ২৬ নভেম্বর ২০১৫ মোহাম্মদ আশরাফুল (ঢাকা              ২        ০        ৪       ১        ২.০০ সিলেট রয়্যালস ঢাকা ১২ ফেব্রুয়ারি ২০১২  গ্ল্যাডিয়েটর্স)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.