পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের দাবি

ডিসেম্বর ৬, ২০১৫

10পাকিস্তানের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত ভারতীয় মিত্রবাহিনীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি এ দাবি জানান। আরেফিন সিদ্দিক বলেন, ১৯৭১ সালে পাকিস্তান আমাদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। ৯ মাসে ৩০ লাখ মানুষকে হত্যা একটি নজিরবিহীন গণহত্যা। সম্প্রতি এ হত্যাযজ্ঞ অস্বীকার করে আরেকটি গণহত্যা চালিয়েছে পাকিস্তান। গণবিরোধী এমন দেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের দাবি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সকল দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। তিনি বলেন, আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীনতা পেয়েছি, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যুদ্ধ চলমান। এ যুদ্ধে আমরা সবাই মিলে সোনার বাংলা গড়ব। ঢাবি ভিসি সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীকে নিয়ে ভারতীয় মিত্রবাহিনীর শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিস্তম্ভে আরও শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.