মিশরে বোমা হামলায় নিহত ১২

ডিসেম্বর ৪, ২০১৫

Missorআন্তর্জাতিক ডেস্ক : মিশরের কায়রোয় বোমা হামলায় নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, প্রথমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৮ বলা হলেও পরে তা ১২ বলে জানানো হয়।

দ্য গার্ডিয়ান ও আলজাজিরা অনলাইনের শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

মিশরের কর্মকর্তাদের বরাত দিয়ে গার্ডিয়ানে বলা হয়েছে, কায়রোর একটি রেস্তরাঁয় মলোটোভ ককটেল হামলায় ১২ জন নিহত হয়েছে। মলোটোভ ককটেল পেট্রোল বোমার মতোই বোমা।

মিশরের এক কর্মকর্তা জানিয়েছেন, রেস্তোরাঁর এক চাকরিচ্যুত কর্মী হামলা চালিয়েছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। কায়রোর আগুজা এলাকায় রেস্তরাঁটির অবস্থান।

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের নেতা ও মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে অসংখ্য বোমা হামলা হয়েছে। এতে এসব হামলার দায় উগ্রপন্থি সংগঠনগুলো স্বীকার করেছে।

তবে এবারের হামলার ধরন আলাদা। ধারণা করা হচ্ছে, একজন হামলাকারী পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীকে ধরা হয়েছে কি না, তা খবরে বলা হয়নি।

এদিকে রেস্তোরাঁয় হামলার পর কায়রোজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ৪, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.