চেন্নাই বন্যা : ভেন্টিলেটর বন্ধ হয়ে হাসপাতালে ১৮ জন নিহত

ডিসেম্বর ৪, ২০১৫

20এখনও পরোপুরি থামেনি ভারতের চেন্নাই নগরের বৃষ্টি। পানির তলায় প্রায় গোটা শহর। বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০০ কোটি টাকার প্যাকেজও ঘোষণা করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। তৎপরতার সঙ্গে কাজ করছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। এদিকে হাসপাতালে ভেন্টিলেটর কাজ বন্ধ হয়ে যওয়ায় হাসপাতালে মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর। চেন্নাইয়ের এমআইওটি  হাসপাতালে মোট ৭৫ জন রোগী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। ৫৭ জনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত বন্ধ এয়ারপোর্ট। শনিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। ভারতের সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে ৭,০০০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর মানুষ আটকে রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। ইলেকট্রিক পোল পানিতে পড়ে গিয়েছে।   এখনও চেন্নাইয়ের বেশির ভাগ জায়গাতেই পানি জমে রয়েছে। তবে উদ্ধারকাজ চলছে জোরকদমে। বিমান চলাচল স্বাভাবিক করর চেষ্টা চলচে। রাজালি নাভাল এয়ার স্টেশন থেকে আপাতত কয়েকটি বিমান চালাচ্ছে সেনাবাহিনী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.