বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নভেম্বর ২০, ২০১৫

28মমতাজের গানের পর বক্তব্য চলে না! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল আহসান পাপন মঞ্চে এসেই বললেন কথাটা! বললেন, “খাইরুন লো, পাঙ্খা, কি কি শুনলাম…মাথাটাই খারাপ হয়ে গেলো! এরপর কি আর বক্তব্য চলে! আমি বক্তব্য রাখবো না। অনানুষ্ঠানিক কিছু বলবো।” এরপর কিছু কথা হলো। তারপর বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করলেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিসিবি সভাপতির এই আসরের উদ্বোধন করার কথা থাকলেও তিনি দায়িত্বটা দেন অর্থমন্ত্রীকে।   নাজমুল হাসান বলেন, “দেশ ও দেশের বাইরে সবার জন্য বলছি, বিপিএলের মাধ্যমে আমরা ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। ছড়িয়ে দিতে চাই আমাদের উষ্ণ ভালোবাসা।” ছোটো বক্তব্যের পর নাজমুল হাসান বলেন, “এখন আমার বিপিএলের উদ্বোধন করার কথা। কিন্তু আমার পক্ষে উদ্বোধন করা সম্ভব না। কারণ, আমি জানতাম না তিনি এখানে আসবেন।” এরপর কারণটাও জানান তিনি, “আমাদের প্রধানমন্ত্রীর পর কেউ যদি ক্রিকেটের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করে থাকেন তাহলে তিনি আমাদের অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমি তাকেই অনুরোধ করবো বিপিএরের তৃতীয় আসরে উদ্বোধন করতে।” মঞ্চে আসেন অর্থমন্ত্রী। তিনি হাসতে হাসতেই বলেন, “আমার দায়িত্বটা খুব সহজ। আমি আমার দায়িত্বটা পালন করছি। তবে বলছি ক্রিকেট এগিয়ে নিতে কাজ করেছি আমরা। আরো কাজ করবো।” তিনি বিপিএল ২০১৫ এর উদ্বোধন করেন।   এরপর একে একে বিপিএলের ৬ দলের অধিনায়ককে মঞ্চে ডাকা হয়। তুমুল উচ্ছ্বাসে ভেসে যেতে থাকে স্টেডিয়াম। আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিপিএলের খেলা শুরু হবে ২২ নভেম্বর। গত দুই বছর বিপিএলের আসর বসেনি। এটি তৃতীয় আসর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.