ইসরায়েল ও পশ্চিম তীরে পৃথক ঘটনায় নিহত ৫

নভেম্বর ২০, ২০১৫

08ইসরায়েল ও পশ্চিম তীরে পৃথক দুই হামলায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। প্রথম হামলার ঘটনায়, এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নিহত হন। তেল আবিবের একটি দোকানের প্রবেশদ্বারে এই ঘটনা ঘটে। পরবর্তী সময়ে পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে হামলায় একজন ইসরায়েলি, একজন আমেরিকান ইহুদি এবং একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটিতে দুই মাস ধরে সংঘর্ষ ও সহিংসতায় ইসরায়েলের ১৫ জন এবং ফিলিস্তিনের ডজন ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক ফিলিস্তিনি হামলাকারী ছুরি নিয়ে ইসরায়েলিদের ওপর হামলা চালায়। তাদের অনেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যরা পশ্চিম তীরে ইসরায়েলি সেনা কিংবা গাজা সীমান্তে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। তেল আবিবের দক্ষিণাংশে বেন তেজভি সড়কে ব্যস্ত বাণিজ্যিক ভবনের একটি দোকানে প্রথম হামলাটি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানটিতে ইহুদিদের বিকালের প্রার্থনা শুরু হওয়ার সঙ্গে এক ব্যক্তি প্রার্থনারতদের উপর ছুরি নিয়ে হামলা চালান। ছুরিকাহত ২০ কোটায় বয়সী ঘটনাস্থলেই মারা গেছেন। অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ৩৬ বছর বয়সী ব্যক্তি পশ্চিম তীরের দুরা গ্রাম থেকে এসেছেন। তিনি সামান্য আহত হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার কয়েকঘণ্টা পর গাড়িতে থাকা একজন হামলাকারী ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করলে তিনব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুইজন ইহুদি। একজন ১৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক অপরজন ৫০ বছর বয়সী ইসরায়েলি নাগরিক। নিহত তৃতীয় ব্যক্তি ফিলিস্তিনি। সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আরও কোনো সহযোগী রয়েছে কিনা সেজন্য অনুসন্ধানও চালাচ্ছে তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.