অবস্থার পরিবর্তন হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হবে

নভেম্বর ১৯, ২০১৫

09আমরা সাময়িকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, হোয়াটসঅ্যাপ) বন্ধ রেখেছি, অত্যন্ত সাময়িকভাবে, অবস্থার পরিবর্তন হলে এগুলোর পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সারা বিশ্বেই আজকে বিভিন্ন ঘটনা ঘটছে। শুধু বাংলাদেশ নয়, নানা ধরনের ঘটনা ঘটছে সারা বিশ্বে। বংলাদেশে হয়ত দুই-একটি ছিটেফোঁটা ঘটনা ঘটছে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পৃথিবীর সব দেশই এ ধরনের পরিস্থিতিতে কিছু না কিছু ব্যবস্থা নিয়ে থাকে। আমরা সাময়িকভাবে এটি করেছি, একদমই সাময়িক। অবস্থার পরিবর্তন হলে এটির ব্যবস্থা হয়ে যাবে।
এদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম সম্পূরক প্রশ্ন করার আগে সংসদে বলেন, ফেসবুক হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করায় এখন পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। দুইজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দেওয়ায় জামায়াত হরতাল দিয়েছে। এ হরতালে কোনো ক্ষতি হয়নি। তবে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়ীদের লেনদেন সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারকে মনযোগী হওয়ার আহ্বান করেন তিনি।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যবসায়ীদের বিষয়টি সরকার ভেবে দেখবে।

নভেম্বর ১৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.